পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা
4, January, 2025, 8:50:9:PM
মৃধা বেলাল স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩রা জানুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারী সূত্রে জানা গেছে, শিবু বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন শিবু বনিক। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বনিকসহ শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে বেঁধে ফেলে সন্ত্রাসীরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে।
এখবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা জড়ো হয়ে শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।