ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
23, March, 2016, 1:37:18:AM
মোঃ আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পার্বতীপুর, ফুলবাড়ী ও বিরামপুরে একই সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে, ইউনিয়ন ভিত্তিক শিক্ষক, শিক্ষিকার সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে নিজ নিজ ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতিতে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পার্বতীপুর ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ী ও বিরামপুরের ফিল্ড সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, কেয়ার টেকার ও মডেল কেয়ারটেকার, স্থানীয় সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।