নদী বয়ে যায় বুকের ভেতর নদী বয়ে যায় মনে গ্রামের পাশেই বয়ে গেছে নদী নেই দেখা তার সনে।
শাপলা-শালুক-ঝিনুক কুড়ানো নদীটি আমার প্রিয় নেই নদী আর আগের মতন দিনে দিনে আজ ক্ষীয়।
শৈশবস্মৃতি জড়িয়ে তো আছেখেলেছি ডুবসাঁতারনদীর জলেই কত দাপাদাপিহিসেব আছে কি তার?
নদী সে তো এক নারীর মতনকাছে টানে এ আমাকেকত দিন হয় দেখি না চোখেকাছ থেকে আমি তাকে।