ভালুকায় লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন,৩৩ হাজার ৬০০টাকা জরিমানা
23, July, 2021, 11:33:0:PM
শারমিন আক্তার স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে শুক্রবার দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। সারা দেশের ন্যায় ভালুকা উপজেলায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে ছিল স্থানীয় প্রশাসন।সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন দেখা যায়নি। তবে কিছু কিছু স্থানীয় রিকশা, ভ্যান, অটো ও পিকআপ চলতে দেখা গেছে। সেগুলোতে তেমন যাত্রী সাধারণকে দেখা যায়নি। তাছাড়া সড়কে তেমন জনসমাগম নেই। বলা যায় ফাঁকা অবস্থাতেই ছিল আঞ্চলিক ও মহাসড়কগুলো। এ ছাড়া ভালুকা বাজারের শপিং মল ও দোকানপাঠ বন্ধ ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানো, বিনা কারনে বাজারে ঘুরাফেরা ও মাস্ক পরিধান না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মূলে ৩৫ জন পথচারিকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এসিল্যান্ড মোঃ মাইন উদ্দিন ৩৫জনকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।