ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ক্লাবের বাজার এলাকায় বিদ্যুত স্পর্শে সোহাগ মিয়া (১৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত সোহাগ ক্লাবের বাজার এলাকার গোলাম মাওলা রনির ছেলে।
নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানিয়েছে, ঘটনার দিন বিকেলে সোহাগ তার নিজ বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করার সময় হঠাৎ অসাবধনতাবশত বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনা টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সোহাগ ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। লকডাউনে স্কুল বন্ধ থাকায় বাড়ির পাশেই তাফরিদ কটন মিল লিমিটেডে গত এক মাস যাবত শ্রমিকের কাজ করে আসছিল।শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।