গোলাপগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু
8, January, 2023, 10:20:52:AM
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক শিক্ষকদের বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সরকারী এমসি একাডেমীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: গোলাম রব্বানী মজুমদার, এমসি একাডেমীর প্রধান শিক্ষক সুজিত কুমার তালুকদার, একাডেমিক সুপারভাইজার জায়তুন নাহার ও প্রশিক্ষকদের উপস্থিতিতে ৫ দিনের প্রশিক্ষণ কার্যক্রমের শুরু হয়েছে।
ডিসমিনিশন অফ নিউ কারিকুলামের আওতায় শিক্ষকদের মূলত ১০ টি বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিষয়গুলো হচ্ছে গণিত, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, বাংলা, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস ও সমাজ বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে বিস্তরণ প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে স্কুলপর্যায়ে শিক্ষকগণ বিষয়ভিত্তিক আধুনিক মাধ্যমে শিক্ষা প্রধান করবেন।
এতে গোলাপগঞ্জ উপজেলা থেকে ৫৪০ জন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে জানানো হয়েছে।