কাউনিয়ায় বালিকা বিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এসএসসি পরীক্ষা
4, June, 2023, 9:06:29:AM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হলো ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসির লিখিতি ও ব্যবহারিক পরীক্ষা। শনিবার কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় ব্যবহারিক পরীক্ষা দিতে আসা সাবাব আলম, রাকিবুল হাসান, সিয়াম, নাজমুন নাহারসহ কয়েকজন পরীক্ষার্থীর সাথে। তারা জানান, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত বিষয়ের শুক্রবার শেষ হয়েছে কেউ কোন সমস্যা করেনি। কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক বলেন, এবছর আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৫৪ জন এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেয়া শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন কারো সাথে কোন প্রকার অর্থ লেনদেন হয় নাই।