নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অবস্থিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইল্ড আইডিয়াল স্কুল। স্কুলটি ২০০৩ সালে স্থাপিত হয়েছে এবং সুনামের সাথে পরিচালনা করে আসছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ তাইজদ্দিন সিকদার।
অত্র বিদ্যালয়টি শুরুতে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চললেও হাটি হাটি পা পা করে আজ এস.এস.সি পরীক্ষা দিচ্ছে এই বিদ্যালয় থেকে।
গত ১৮ই এপ্রিল মঙ্গলবার অত্র বিদ্যালয়ের এস.এস.সি ১ম ব্যাচের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ তাইজদ্দিন সিকদার , মৈকুলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান , শওকত আলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওয়াব ভূঁইয়া এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ প্রমূখ।
স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ফাইল,কলম,স্কেল,পেন্সিল,রাবার, কাটার ও প্রবেশ পত্র বিতরণ করা হয়।
পরে দোয়া ও ইফতারি করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।