কিশোরগঞ্জে স্কুল গেট ভেঙ্গে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
7, May, 2023, 10:58:51:PM
জুবেল আরেফিন ব্যুরো চিফঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের লোহার গেট ভেঙে পড়ে মুনতাহার আক্তার ( ৪) বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান লোহার গেট ভেঙে পড়ে শিশু মুনতাহা আক্তারের মৃত্যু হয়। নিহত মুনতাহা মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মোঃ মজনু মিয়ার মেয়ে। এলাকাবাসী সূত্রে, আজ ৬ মে ২০২৩ (শনিবার) সকাল ৭টার দিকে শিশু মুনতাহা আক্তারকে সাথে নিয়ে ধান শুকানোর জন্য ভেরভেরী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যান মা রুবিনা বেগম। মা রুবিন বেগম ধান শুকানোর কাজে ব্যস্ত থাকায় শিশু মুনতাহা বিদ্যালয়ে প্রবেশের লোহার গেটের পাশে একাই খেলছিলো। সে সময় হঠাৎ লোহার গেটটি ভেঙে শিশু মুনতাহার গায়ের উপর পড়লে গুরুত্বর আহত হয় সে। এলাকাবাসী শিশু মুনতাহাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শিশু মুনতাহার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায় বলেন, বিদ্যালয়ের গেটে আহত শিশুটি সকাল ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মরদেহ আসার পর আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।