রূপগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
21, October, 2023, 6:55:9:PM
মো: রাসেল মোল্লা
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলর ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে ২১ অক্টোবর শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ, সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সজিব, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।