এসএসসি পরীক্ষা ২০২৩ ইং রূপগঞ্জে আবারও শীর্ষে। তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল
17, August, 2023, 2:29:59:AM
মো: রাসেল মোল্লা
প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে রূপগঞ্জের সেরা স্কুলের অবস্থান ধরে রেখেছেন তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। বিদ্যালয়টি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তেতলাব এলাকায় অবস্থিত । প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ ও গুণগত মানের শিক্ষাদানে আপোষহীন। চলতি বছর এস এস সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মোট ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৯ জন জিপিএ ৫.০০ (A+) সহ ৫ জন গোল্ডেন A+ পেয়েছে । বাকিরা এ গ্রেড পেয়েছে। পাসের হার ১০০%।
স্কুলের প্রধান শিক্ষক এম এ হান্নান সবুজ বলেন বিজ্ঞান বিভাগে পড়াশুনা করলেই A+ পাওয়া যাবে তা ঠিক না। মানবিক বিভাগ থেকে A+ পাওয়া যায় তার প্রমাণ আমাদের বিদ্যালয়ের ফলাফল । সঠিক গাইড আর শিক্ষক/ছাত্রদের কঠোর অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব ।
সাফল্যের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া ও সু-পরামর্শ প্রত্যাশা করছি ধন্যবাদ।