কারাগারে বসে এসএসসি পরিক্ষা দিল রূপগঞ্জের ৩ শিক্ষার্থী
16, February, 2024, 1:43:11:AM
মো: রাসেল মোল্লা
উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন নাহিদুল ইসলাম নিপুণ, রূপম প্রধান ও দিপু দেওয়ান নামে রূপগঞ্জের ৩ শিক্ষার্থী ।গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকার।
তারা রূপগঞ্জ উপজেলার ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী। একটি মামলায় গত ৯ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। তারা নারায়ণগঞ্জ আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তারা ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী।
মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র সচিব মোঃ ইয়াকুব আলী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেল সুপার ফোন করে জানান কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরিক্ষার্থী কারাগারে রয়েছে। আমি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকারকে অবগত করি। তার সহযোগিতায় মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের শিক্ষক আব্দুল মজিদ খানকে পরিক্ষার পরিদর্শক নিয়োগ দেই। পরে ১ম পরিক্ষার দিন সকাল ৭.৩০ মিনিটে সহকারী কমিশনার ভূমি সীমন সরকার, ২ জন ট্যাগ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে থানার ট্রেজারি থেকে প্রশ্নপত্র বের করে সিলগালা করে পুলিশ পাহাড়ায় নারায়ণগঞ্জ কারাগারে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করি।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, উপজেলায় ৫ হাজার ৭শ ৭৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে। এসএসসি (ভোকেশনাল) শাখার পরিক্ষার্থীদের মধ্যে ৩জন শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকার বলেন, এবছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষা নকলমুক্ত ও সুন্দর পরিবেশে হচ্ছে। তবে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ জন পরিক্ষার্থী জেলা কারাগারের জেল সুপার, উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেছে।