চিরিরবন্দরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপি কর্মশালা
30, May, 2023, 6:24:45:PM
মো. আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।