কাউনিয়ায় জাতীয় শিক্ষাক্রমে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
16, January, 2023, 10:04:24:AM
সারওয়ার আলম মুকুল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গত রবিবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (প্রশিক্ষণ উইং) এর সহকারী পরিচালক রাজীব কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। সমাপনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, মোফাজ্জল হোসেন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রশিক্ষক আকতারুজ্জামান, কৃষ্ণারানী চক্রবর্তী, সাজেদা বেগম প্রমূখ। বাংলা, ইংরেজি, গণিত,ইসলাম ধর্ম,শিল্প ও সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জিবীকা, বিজ্ঞান,ডিজিটাল টেকনোলজি সহ ৮ বিষয়ে উপজেলার ৪৩৫ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নেন।