সোনারগাঁওয়ে মশার আক্রমণে মাহে রমজানে অতিষ্ঠ এলাকার মানুষ
18, March, 2024, 11:41:36:PM
স্টাফ রিপোর্টার, জীবন আহম্মেদ সোনারগাঁওয়ে মশার আক্রমণে মাহে রমজান মাসে অতিষ্ঠ মানবজীবন কাটাচ্ছে গ্রামের ও নারায়ণগঞ্জের মানুষ সহ, হঠাৎ মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়া মশা অতিরিক্ত মাত্রায় কামড়ে হতদরিদ্র পরিবারের লোকজনের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। মশার কামড়ে ডেঙ্গু রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষের । রাতেরবেলা মশার কামড়ে জ্বালাতনের যন্ত্রণার কারণে মশারি টানিয়ে সেহেরি খাবার খেতে হয় এবং কয়েল ও স্পে কোনকিছু কাজ হচ্চেনা ও দমানো যাচ্ছে না মশাকে। দিনের বেলা মশারি টানিয়ে অথবা কয়েল জ্বালিয়ে রুমে থাকতে হয়। সরকারি ভাবে মশা নিধন না করা হলে মাহে রমজানের গরীব দারিদ্র্য মানুষ গুলো বিপাকে পড়বে। পৌরসভা থেকে আগে শহর গুলোতে মশার ঔষধ ছিটানো ও স্পে হত। বহুদিন মন হয় হচ্ছে না। অলিগলিতে ময়লা আবর্জনা রাখার অথবা ফেলার কারণে মশার প্রজননক্ষেত্র বেড়েছে। ময়লা স্তুপ পানি নিষ্কাশনের ডেন গুলো ময়লা আবর্জনা ভরে যাওয়া ফলে ও মশার প্রজননক্ষেত্র বাড়তে পারে। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি একটু হলে মাহে রমজানের গরীব দারিদ্র্য মানুষ গুলো যেন শান্তিতে মাহে রমজানের ভোর রাতে সেহেরি খাবার একটু শান্তিতে খেতে পারে তাই বিনীত অনুরোধ মশা নিধন ব্যবস্থা করে দেওয়া জন্য সরকারি ব্যবস্থা যতটুকু সম্ভব দেওয়া যায়।