কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ার শহীদবাগ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার আর নেই (ইন্না-লিল্লাহি ----রাজিউন)। তিনি শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মারা যান। তার প্রথম জানাযার নামাজ রবিবার নিজ কর্মস্থল শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় শিক্ষক্ষ, ছাত্র, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী জন সহ শতশত মানুষ অংশ গ্রহন করে। মৃত্যু কালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম জীবনে খোপাতী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মময় জীবন শুরু করেন এবং পরে শহীদবাগ স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে মৃত্যুর পূর্ব মূহর্ত পর্যন্ত কর্মরত ছিলেন। তার মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের লোকজন শোক সমবেদনা জানিয়েছেন।