ফুলবাড়িতে আমরা করব জয়’র উদ্যোগে শিশুদের নিয়ে শিশু দিবস পালন
19, March, 2024, 7:52:42:PM
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয়।
গত রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
বিকাল ৫ টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌরএলাকার কাটাবাড়ী গ্রামে শিশুদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।
এতে বক্তব্য রাখেন সহসভাপতি পলাশ দাস বাপ্পী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য শ্রেয়াস রুমান, আরিয়ান বাবু প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অর্ধশত বিভিন্ন বয়সী শিশুর অংশগ্রহণে কেক কাটা হয়।
পরে ওইসব শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন সংস্থার সদস্যরা।