মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে কশাই গলি,বন্দরটিলা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। ইপিজেড থানা অফিসার্ ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইন এর সার্বিক দিকনির্দেশনায়, ওসি তদন্ত মোঃ জামাল"র সহযোগিতায় গত ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ এএসআই (নিঃ) রিকো বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি মোঃ জাকির হোসেন, পিতা-মৃত আব্দুল জলিল, সাং-মোজাফফর কলোনী, কশাই গলি, বন্দরটিলা, থানা-ইপিজেড জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।