রাজশাহীর বাঘায় ০১ টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ০১ জন অস্ত্র কারবারীকে আটক করেছে র্যাব -৫। বুধবার (২০ মার্চ) রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাত ৮টায় বাঘা উপজেলার হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মোঃ রতন (৩০) আলী নামে একজনকে আটক করেন। সে রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
র্যাব-৫,রাজশাহীর কোম্পানী কমান্ডারের কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান, ধৃত আসামী তার পরিহিত ট্রাউজার প্যান্টের সাথে কোমরের সামনের দিকে খাকী ও লাল রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধ পিস্তল ও গুলি বহন করছিল। তার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রজ্জু করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান,বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।