ভালুকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে কয়েকটি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষনা
22, March, 2024, 7:14:11:PM
ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন উপস্থিতিতে ওই অভিযান পরিচালনা করা হয় । এ সময় অনিয়মের অভিযোগে ভালুকা ডিজিটাল হাসপাতাল কে ৫০০০ টাকা জরিমানা ও পরিবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখতে বলা হয়েছে। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও কয়েকটি হাসপাতালের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। বন্ধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, ভালুকা ডিজিটাল হসপিটাল, ভালুকা জেনারেল হসপিটাল, খিরু ডায়াগনস্টিক, তাজিম ডায়াগনস্টিক, সুমন ডায়াগনস্টিক, কনক ল্যাব, রিজবী ডায়াগনস্টিক, সাজিম ডায়াগনস্টিক, হাসমত ল্যাব, ডেন্টাল ল্যাব, সুমাইয়া ডায়াগনস্টিক, ইনাম ডায়াগনস্টিক, আল নুর ডায়াগনস্টিক, মানবিক হসপিটাল, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার। এসময় আরও উপস্থিত ছিলেন, ডা. জয় সরকার, স্যানেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমূখ।