নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে ২৩ মার্চ শনিবার ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পাঁচ শতাধিক মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী অংশ নেয়। রূপগঞ্জ উপজেলা ইসলমিক ফাউন্ডেশন ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমেদ মুজাদ্দেদী, ইসলমিক ফাউন্ডেশনের আজীবন সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিজী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ জামাল হোসেন, রূপগঞ্জ বাগবাড়ী জামে মসজিদের সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ খান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মোঃ আলআমিন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইমামরা সমাজের নেতা। সমাজের মাদক, সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও ইভটিজিং দূর করতে ইমামদের অবদান অনস্বীকার্য। সমাজের ব্যাধি দূর করতে ইমামদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
পরে ইমামদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও কোরআন শরীফ বিতরণ করা হয়।