রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানবন্ধনে বাধার ঘটনায় মামলা
23, March, 2024, 7:36:10:PM
মো: রাসেল মোল্লা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপের বিরুদ্ধে মানবন্ধনের বাধার ঘটনায় গতকাল ২৩ মার্চ শনিবার রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক ভুঁইয়া(৩০) ও কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ(৩৮) ১৭ জনকে অভিযুক্ত করে আহত আলআমিনের পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে এ মমালা দায়ের করেন।
আহত মাহমুদ উল্লাহ, মোঃ লিটন হোসেন ও আলআমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে ভালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা।
জুমার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়।