রূপগঞ্জে মাজার পূজার বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সভা বিক্ষোভ
23, March, 2024, 7:43:53:PM
মো: রাসেল মোল্লা
নারাণয়গঞ্জ জেলার রূপগঞ্জে মাজার পূজার বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গত ২২ মার্চ শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল শীতলক্ষা ব্রীজের পশ্চিমপাড়া গাউছিয়া টু কুড়িল সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত । মানববন্ধন পূূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কাঞ্চন উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ জুলফিকার আলী, চরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ মোঃ শফিক মাওলানা সহ আরো অনেকে।
এসময় বক্তারা মাজার পূজার,ওরশের নামে শির্ক, বিদআত,গান বাজনা, মাদক, নারী অশ্লীলতা,বেহায়াপনা,কোরান হাদীছের অপব্যাখ্যা সহ ইসলামের সর্বপ্রকার অপরাধ মূলক কর্মকান্ড ও খাইলসা আহলাহাদীছের জামি মাসজিদের সভাপতি আনিছুর রহমান সুনুর বিরুদ্ধে মিথ্যা মামলা জঙ্গী আখ্যায়িত করে গ্রেফতারে প্রতিবাদে বক্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ খাইরুল ইসলাম,মোঃ আয়নাল হক মেম্বার,মোঃ কেরামত আলী,মোঃ বিল্লাল মেম্বার,শাইখ মোঃ আনিচুর রহমান.এডভোকেট মোঃ আজাহার হুকিল, মোঃ ফজর আলী,মোঃ আব্দুল্লা আল মানুনসহ কালনী, হীরলাল, গোবিন্দপুর, শিমুলিয়া, ব্রাম্মনখালী, পিতলগঞ্জ , কাঞ্চন এলাকার মুসলিম জনগণ