কাব্যছন্দের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
25, March, 2024, 12:20:41:AM
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি - পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আলেমদের নিয়ে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের উদ্যোগে পবিত্র কোরআন খতম,দোয়া ও ইফতারে আয়োজন করা হয়। ১২ রমজান (২৩ মার্চ) রোজ শনিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের সিরাজুদ্দৌল সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম`র সভাপতিত্বে দোয়া ও ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, দৈনিকআজকের নীর বাংলা`র সম্পাদক এস,এম,ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য জোট এর সদস্য সচিব কবি হামিদ কাফি,কবি ইয়াদী মাহমুদ, সাংবাদিক সেকান্দর মাষ্টার, সাংবাদিক নূরুজ্জামান কাউছার,সাংবাদিক আসলাম মিয়া,সাংবাদিক শাহীন ভান্ডারী , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোঃ নূর আলম আকন্দ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক, যুগান্তর সজন সমাবেশ এর সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম, রৌদ্র ছায়া`র প্রকাশক কবি আহমেদ রউফ, কবি ও নাট্য নির্মাতা আদিত্য রুপু, সাংবাদিক আক্তার হোসেন,ব্যবসায়ী হুমায়ূন, সাংবাদিক মিঠুন সরদার,সাংবাদিক শাহ আলম, প্রতিশ্রুতি জনকল্যাণ সংস্থা`র সভাপতি স্বর্ণালি, সাধারণ সম্পাদক সাগর বাবু,স্বর্ণালি বিউটি একাডেমি`র পরিচালক উন্মে কুলসুম, কন্ঠ শিল্পী রিয়া খান, সমাজ সেবক উজ্জ্বলসহ প্রমূখ। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও নাট্য ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন এর সার্বিক পরিচালনা`য় এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি চিত্র শিল্পী শাহ আলম, কবি রমজান বিন মোজ্জামেল,সমাজ কল্যান ও অটিজম বিষয়ক সম্পাদক কবি এনামুল হক প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি,কোষাধ্যক্ষ জোমাদ্দার শিপন, পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক সুমী, কার্যকরী কমিটির সদস্য গিটারিস্ট মিনহাজ বাবু, ওয়ারদে রহমান,জাকির হোসেন,ইভা রহমান,সুজন, রাব্বীসহ সংগঠনের সাধারণ সদস্যগন।