রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যা মামলার চার আসামীর জামিন না মঞ্জুর
29, March, 2024, 10:26:58:PM
মো: রাসেল মোল্লা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী(২৭) হত্যা মামলার চার আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গত ২৮ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্দুর রশিদ। আসামীরা হচ্ছেন গৃহবধূ হাফসা আক্তারের শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শ্বাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেন(৪৮)। মামলার প্রধান আসামী হাফসা আক্তারের স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা পলাতক রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হাফসা আক্তার কাকলী হত্যা মামলার প্রধান আসামী তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় পাঁচ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।