কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে কাউনিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়। র্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা উপজেলা সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এস এম শরীফ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা আফসানা জাহান, উপজেলা নির্বাচন অফিসার জিউর রহমান। বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা মিস্টার আলম, জিয়াউর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ ছাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা। আলোচনা শেষে যুব ঋনের ৪লাখ ৩০ হাজার টাকার চেক, প্রশিক্ষনের সনদপত্র, বৃক্ষের চারা বিতরণ ও সফল আত্মকর্মী ও সংগঠক জিউর রহমান, রুহুল আমিন ও নুর মোহাম্মদ মিয়া কে ক্রেস্ট প্রদান করা হয়।