দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক ও ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভর অক্লান্ত প্রচেষ্টায় ৮০-৯০ দশকের উত্তরবঙ্গের কিংবদন্তি তারকা খেলোয়াড়দের এক মিলনমেলা ঘটেছে।
গত শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর সোনালী অতিথি ক্লাব বনাম ফুলবাড়ী সোনালী অতিথ ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জু রায় চৌধুরী।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমীর সদস্য বৃন্দ।
৮০-৯০ দশকের তারকাদের এই খেলাটি ফুলবাড়ীর সর্বস্তারের মানুষ আনন্দের সাথে উপভোগ করেন এবং তারিকুজ্জামান শুভর প্রশংসা করেন।