বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা কিনা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে পরাজিত হয়েছে।
মঙ্গলাবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখাবে টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, এ স্পোর্টস।
হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই জায়গায় হওয়ায় বাড়তি সুবিধা বাবর আজমের দলের। নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস দ্বৈরথের ভেন্যুও ছিল একই। ব্যাক টু ব্যাক ম্যাচ আয়োজনে শতভাগ প্রস্তুত থাকবে তো রাজীব গান্ধী স্টেডিয়াম? এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ের দূর্বলতা বড় চিন্তার নাম পাকিস্তানের। ইমাম উল হক কিংবা ফখর জামান দু’জনই অধারাবাহিক। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই সেদিকে বাড়তি নজর থাকবে দলের।তাই তো জয়ের ধারা অব্যাহত রাখতে এক পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান দল। ফখর জামানের জায়াগায় দলে ডাক পেতে পারেন আবদুল্লাহ শফিক। রোববার মিকি আর্থার এএফপিকে বলেন, ‘আমি তার (ফখর) ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।’যথারীতি ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করতে না পারা ইফতেখার আহমেদ শ্রীলংকার বিপক্ষে ব্যাট ও বল দুই হাতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবেন।মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খানও তাদের অলরাউন্ডার ক্ষমতার সেরা পারফরম্যান্সের জন্য মুখিয়ে থাকবেন। লাইনআপের চূড়ান্ত তিনটি স্লটে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলী সহ ফাস্ট বোলার থাকবে।পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।