ফুলবাড়ীতে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
30, May, 2023, 6:22:11:PM
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চিরিবন্দর উপজেলা ফুটবল একাদশ দিনাজপুর বনাম বদরগঞ্জ ফুটবল একাডেমী রংপুর এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। খেলার শুভ উদ্বোধক ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী মোসার্স মন্ডল কোঃ লিঃ এর স্বত্তাধীকারী মোঃ আজম মন্ডল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটের সভাপিত মোঃ হারুন-উর-রশিদ হারুন, ৭,৮,৯ নং ওয়ার্ড শিবনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জুয়ারা বিউটি, ম্যানেজার গণ উন্নয় কেন্দ্র ফুলবাড়ী রাজু কুমার। বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট এর ধারা ভাস্কর হিসাবে খেলাটি পরিচালনা করেন, বীরগঞ্জ উপজেলার তাইফুল ইসলাম তপু, রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর শহীদুজ্জামান বাবু। সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন, রুহেল হাসদা জনি মন্ডল। সার্বিক পরিচালনায় ছিলেন, মোঃ তারিকুজ্জামান শুভ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস তুলে দেন বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ। আয়োজনে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ।