বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।
আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাই ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি।
প্রস্তুতি ম্যাচে একাদশ নির্ধারিত থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সেরে নিতে পারেন। আর তাই কেউ ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই।
নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন না টাইগার অধিনায়ক।