উচ্চ লাফ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন সাদিক হৃদয়ের
24, March, 2023, 8:32:13:PM
মোঃ আবু সুফিয়ান শান্তি
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের ভিত তৈরি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল তার গড়া বিভিন্ন জাতীয় খেলার ধারা-বাহিকতায় দৌড়-ঝাপ খেলায় অংশ নেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ সাদিক হৃদয় (২৪শে-জানুয়ারি) কোটচাঁদপুর উপজেলায় দৌড়-ঝাপ খেলায় প্রতিযোগিতা করে প্রথম স্থান জয়লাভ করেন,(১৩ই-ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা দৌড়-ঝাপ খেলায় প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন,(২৪শে-ফেব্রুয়ারি)খুলনা বিভাগীয় উচ্চ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন,উচ্চ-লাফ খেলায় সব জায়গায় সেরা হওয়ায়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহ এলাকার সবার মাঝে উৎসবের আমেজ। এবিষয়ে পাচ লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন,পাচলিয়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন এর ছেলে সাদিক হৃদয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উচ্চ-লাফ খেলোয়াড়ের তালিকায় নাম লিখে কোটচাঁদপুর উপজেলার সুনাম বয়ে এনেছে।
তিনি দৈনিক নতুন বাজার`কে,আরো বলেন
সাদিক হৃদয় পর্যায়ক্রমে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে উচ্চ লাফ খেলায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সর্বশেষ ঢাকায় উচ্চ লাফ খেলায় সাদিক হৃদয় অংশগ্রহণ করে (১৫ই-মার্চ) ঢাকা আর্মি স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস (ঢাকা) ২০২৩ এ অংশ গ্রহন করে (ক) গ্রুপ থেকে উচ্চ লাফে সারা বাংলাদেশ থেকে সাদিক হৃদয় ২য় স্থান অর্জন করে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুনাম অর্জন করেছে আমি সহ আমার এলাকা বাসি খুশি ও সাদিক হৃদয়ের জন্য দোয়া রইলো সে সামনে আরো ভালো কিছু করবে বলে আশা রাখি। সাদিক হৃদয় সারা বাংলাদেশ থেকে উচ্চ লাফে ২য় স্থান অর্জন করায় পাচ লিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সাদিক হৃদয়কে সম্বর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পি,ডি,জি ফুটবল ক্লাবের কোর্স মোঃ লাল্টু রহমান সহকারী কোর্স সজীত আহাম্মেদ সাদিক হৃদয়কে জার্সি সহ খেলার সামগ্রী উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন পি,ডি,জি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান,খলিলুর রহমান সহ এলাকার অনেকে।