ভালুকার চামিয়াদীতে অটো চালক বনাম ভ্যানন চালক দের ফুটবল খেলা অনুষ্ঠিত।
28, July, 2023, 7:13:55:PM
আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি।
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে চামিয়াদী অটো ইজি বাইক শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই ) বিকেলে ওই ইউনিয়নের চামিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব মোঃ নূরুল ইসলাম,
এ সময় চামিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সায়হাম কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আলী আকবর, আবুল মনসুর, মোঃ ইদ্রিস আলী, আঃ জলিল,মোঃ বিল্লাল হোসেন মাতাব্বর, মোঃ শাহজাহান, মির্জা কাদের, কিবরিয়া, মোঃ বিল্লব হোসেন, মোঃ আইনাল হক, মোঃ আজিবর, মোঃ নজরুল ইসলাম প্রমুখ । এসময় স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
খেলা উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল বাছেদ পিন্টু।
ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখতে আসেন স্থানীয় হাজার হাজার ক্রিয়া-প্রেমী জনতা।
ফুটবল টুর্নামেন্টে চামিয়াদী অটো ভ্যান একাদশ ৫-১ গোলে চামিয়াদী অটো ইজি বাইক একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি খাশি।
খেলা টি পরিচালনা করেন, ফুটবলার সুরুজ বাঙ্গালী, মোঃ শরীফ তালুকদার, মোঃ শফিকুল ইসলাম।
অটো ইজি ট্রেড ইউনিয়ন চামিয়াদী শাখার উদ্যোগে
টুর্নামেন্টটি আয়োজন করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ বাবুল হোসেন বাবু ও সাধারন সম্পাদক মোঃ হেলাল মাতাব্বর।