কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত।
12, October, 2023, 8:35:8:AM
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনাল আজ ১১ অক্টোবর বিকাল ৪ টার সময়, দুটি শক্তিশালি দল অংশ গ্রহণ করেন, কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ ও বড়বামন্দাহ ফুটবল একাদশ।
কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন জনাব মুহিদুল ইসলাম সহকারি শিক্ষক, কুশনা মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি জনাব মোঃ মফিজুল রহমান প্রধান শিক্ষক, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব এর সকল সদস্য বৃন্দ।
উক্ত খেলাটি পরিচালনা করেন ওয়াসিম আকরাম টনি।কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়ার গান হলেন : শাওন, সুদীপ,তরিকুল,হেলাল, সবুজ, জামাল (ক্যাপ্টেন),স্বাধীন,হানিফ,মানিক ,অনিক
(গোলকিপার),শীলন,আশিক,রবিউল।
বড়বামন্দাহ ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়াড় হলেন, পারভেজ,ইসরাইল,হাসান,সাইফুল, পাপ্পু,সিয়াম,শাহা জান,সুমন,তানজিল,রাব্বি, রুহুল,বাবলু ইসরা।
ফুটবল, যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত,একটি দলগত খেলা যা ০৯ +০৯ = ১৮ জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়।ঐতিহ্যগতভাবে, খেলাটি ৩০ মিনিট করে দুই অংশের খেলা হয়ে থাকে, মোট ম্যাচের সময় ৬০ মিনিট খেলা করান রেফারি মোঃ টুটুল । কিন্তু উভয় দলের মধ্যে কোন গোল হয় নি। ট্রাইবেকারে কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ কে হারিয়ে
১ গোলে বড়বামন্দাহ ফুটবল একাদশ এগিয়ে আছে। জাজমেন্ট ছিলেন ২ জন কাজী সোহাগ ও রাবন,ধারাভাষ্যকার ছিলেন শিব দাদা।