গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্র সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মজির উদ্দিন চাকলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ ক্রেীড়া সংগঠন বিগত ৫০ বছর যাবত বহু সংখ্যক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি টুর্ণামেন্ট ও খেলোয়াড় প্রশিক্ষণের মাধ্যমে এলাকার সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা অন্বেষনের উদ্যোগ অব্যাহত রেখেছে।
সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার বিগত পহেলা জানুয়ারী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা আয়োজনের পদক্ষেপ গ্রহন করেছি। এ উপলক্ষে আয়োজিত "স্বপ্ন সুপার মার্কেট মিশিগান” ইউএসএ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ বিগত ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে ভুল বুঝাবুঝি থেকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন মানহানিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।