কাউনিয়ায় ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পাচ্ছেন আরও ১৫১ ভূমিহীন ও গৃহহীন পরিবার
21, March, 2023, 7:54:24:PM
সারওয়ার আলম মুকুল,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ঘর পাচ্ছেন আরও ১৫১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুওে দেখা গেছে, এ ঘর গুলো নির্মাণ হয়েছে উপজেলার বালাপাড়া ইউনিয়নে ১৫টি, শহীদবাগ ইউনিয়নে ১০৬টি, সারাই ইউনিয়নে ১০টি, টেপামধুপুর ইউনিয়নে ২০টি। চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে দুই শতাংশ খাস জমিসহ উপজেলায় মোট ১৫১টি ঘর সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। ঘরের সাথে থাকছে ২টি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর, সংযুক্ত শৌচাগারসহ অন্যান্য সুবিধা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, সঠিক নিয়ম ও ডিজাইন অনুসারে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ঘর গুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস জানান, আমরা নিয়মিন কঠোর নজরদারি করে ঘরের কাজ গুলো করাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত এর খোঁজ খবর রাখছি। এ উপজেলায় চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ১৫১ টি ঘর পবিত্র ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে ২২মার্চ সারাদেশের ন্যায় কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।