নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে মঙ্গলবার কাউনিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্ধোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা মৎস্য অফিসার ফারজানা আক্তার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মৎস্য জিবী ভোলা রাম দাস, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। আলোচনার পূর্বে একটি বনাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদেও পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এছারা তিন জন সফল মৎস্য চাষি কে ক্রেস্ট প্রদান করা হয়।