কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত
15, August, 2023, 6:46:8:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার পালিত হয়।
উপজেলা ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। শোক র্যালী শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক মোল্লা, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছারাও বিভিন্ন ধর্মীয় উপাশনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনায় আয়োজন করা হয়।