গোলাপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
18, March, 2024, 4:32:43:AM
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৪) ব্যতিক্রমী আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেন্জ এবং জেলার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে । রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গোলাপগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজনে সভায় সরকারি মোহাম্মদ (এমসি) চৌধুরী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী গোপা প্রিয়ন্তি দাশের সভাপতিতে ¡ মঞ্চে অতিথির আসন গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা।
আলোচনায় সভায় গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কাকলি আক্তার ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ফেরদৌস রুহামার যৌথ পরিচালনায় ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তছনিম আক্তার লামিছা শুভেচ্ছা বক্তব্যেও মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান রহমান। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন নুর লুবাবা, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামসুল ইসলাম মাহদি, এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব দাশ ।
এসময় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন শিশু শিক্ষার্থীদের প্রশংসা করে বক্তব্য দেন।
পুষ্পস্থবক অর্পণকালে ও সভায় এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সফিকুর রহমান প্রমুখ।