নবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন
18, September, 2023, 1:14:15:AM
মোঃ জুলহাজুল কবীর,
নবাবগঞ্জ, দিনাজপুর।
বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে।
১৭সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।
মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুল ইসলামসহ অন্যান্যরা।
মেলায় বিভিন্ন প্রকারের ২৫ টি স্টল বসে। আলোচনা সভা শেষে উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী,মেলার স্টল পরিদর্শন,এবং বিকেল সাড়ে ৪ থেকে ৫ টা পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন,স্থানীয় বিভিন্ন উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির লক্ষে তথ্য সমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শণী করা হয়।