বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতার স্বাদ পেত না ---- চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল
18, March, 2024, 11:48:25:AM
মোঃ জুলহাজুল কবীর
নবাবগঞ্জ, দিনাজপুর।
বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা, আমরাও স্বাধীনতার স্বাদ পেতামনা। দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ডিজিটাল রূপকার জননেত্রীর আস্থা ভাজন শিবলী সাদিক এমপি `র দিকনির্দেশনা অনুসারী চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তৃতায় জ্বালাময়ী এ কথাগুলো বলেন।
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে।