৪ নারীর কে ‘ফজিলাতুন নেছা মুজিব পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী।
8, August, 2023, 3:22:23:PM
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ এ ভূষিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজনীতি শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণা অবদান রাখায় ৪ নারীর হাতে পদক তুলে দেন তিনি।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পদক তুলে দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজন করে।
পদকপ্রাপ্তরা হলেন- রাজনীতি ক্ষেত্রে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি এবং গবেষণায় ড. সেঁজুতি সাহা। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকেও এই পুরস্কার দেওয়া হয়।
পদক প্রাপ্তদের প্রত্যেকের হাতে আঠারো ক্যারেট মানের চল্লিশ গ্রাম সোনায় নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক এবং সম্মাননা পত্র তুলে দেওয়া হয়।
এসময় ৬৪ জেলায় অস্বচ্ছল নারীদের জন্য ৪ হাজার ৫০০টি সেলাই মেশিন এবং তিন হাজার নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা দেন বঙ্গবন্ধুকন্যা।