বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ইং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদযাপন।
17, March, 2024, 7:48:15:PM
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এ বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান স্যারের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, দিনাজপুর এর এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), ডাঃ মোঃ সাজেদুল ইসলাম, ডেন্টাল সার্জন, ডাঃ মোঃ মিজানুর রহমান ও ডাঃ মোঃ মোস্তাকিম আহম্মেদ মাহিন, মেডিকেল অফিসার এবং সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, হাসপাতাল স্টাফবৃন্দ প্রমুখ।
পরবর্তীতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে (ইনডোর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু রোগীদের দ্বারা কেক কেটে উদযাপন করা হয়েছে। বহিঃ বিভাগে শিশু রোগীদের টিকিট ফ্রি ও শিশু রোগীদের চকলেট বিতরণ করা হচ্ছে। অন্তঃ বিভাগে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।