পরিবারের মতের বিরুদ্ধে বিয়ে করার জেরে নিজের অন্তঃসত্ত্বা বোনকে মাথা কেটে হত্যা করে এক কিশোর। আর তাকে এই কাজে সহযোগিতা করে তাদের মা৷ রোববার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ভাইজাপুর এলাকার এ ঘটনা
স্থানীয়রা জানান, হত্যার পর বোনের কাটা মাথা নিয়ে প্রতিবেশীদের দেখায় এবং এর সঙ্গে মাকে নিয়ে সেলফি তোলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন ১৯ বছরের ওই কিশোরী৷ তখন থেকে নিজের স্বামীর সঙ্গেই থাকছিলেন তিনি৷ গত সপ্তাহে মেয়ের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করার কথা বলেন ওই কিশোরীর মা৷ রোববার নিজের ছেলেকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যান মা৷ সে সময় ওই কিশোরীর স্বামী অসুস্থ অবস্থায় অন্য একটি ঘরে শুয়েছিলেন৷ বোন যখন চা বানাতে ব্যস্ত, তখনই তার ওপরে হঠাৎ হামলা চালায় নিজের ভাই৷ নিজের মেয়ের পা চেপে ধরে তার মা৷ এরপর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বোনের মাথা দেহ থেকে আলাদা করে দেয় ওই কিশোর৷ এরপর প্রতিবেশীদের নিজের বোনের কাটা মাথা দেখায় সে৷ পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই কিশোর৷অভিযুক্ত কিশোর এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।