২০২১ সালে পর্তুগালে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক ব্যয় বেড়েছে শতকরা ২.৫ শতাংশ। এটি ধারাবাহিকভাবে বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার, ১৪ ফেব্রুয়ারি পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে (আইএনই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের শ্রমিক ব্যয় সূচক (আইসিটি) ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শ্রমিকদের বেতন ব্যয়ের মোট ১.৯ শতাংশ। অন্যান্য খরচে ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সরকারি এই পরিসংখ্যান প্রতিষ্ঠানটি শ্রমিক খরচের হারকে ঊর্ধ্বগতির দিকেই ইঙ্গিত করেছে।
পরিসংখ্যান ব্যুরোর মতে, মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে লে-অফে থাকা পর্তুগিজ স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পরিমাণ হ্রাস পেয়েছে। মহামারিকালীন আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে বেশিরভাগ পর্তুগিজ কোম্পানিই তাদের ব্যবসায়ের জন্য সরকারি অনুদানের অন্তর্ভুক্ত ছিলেন। করোনা কমতে শুরু করায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লে-অফে সিস্টেমের বহির্ভূত হচ্ছেন বা নিজস্বভাবে আর্থিক পরিচালনা করছেন।
তাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই মহামারি পরবর্তীতে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ব্যক্তি উদ্যোগে এককভাবে সামাজিক নিরাপত্তা কাঠামো ফি (সেগুরান্সা সোশ্যাল) দিয়েছেন। অর্থাৎ শ্রমিকদের বেতনের নির্দিষ্ট একটি অংশ শ্রমিকদের বেতন থেকে কেটে সেগুরান্সা সোশ্যালের জন্য রাখা হতো। যা এখন বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানই সম্পূর্ণ অংশ বহন করে থাকেন। প্রধানত এই কারণেই শ্রমিক ব্যয় বেড়েছে।
এছাড়াও প্রতিদিন বেড়ে চলেছে পর্তুগালের চাকরির সর্বনিম্ন বেতন ভাতা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে পর্তুগিজ সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৭০৫ ইউরো যা আগে ছিল ৬৬৫ ইউরো। নতুনভাবে বৃদ্ধি পেয়েছে ৪০ ইউরো। এতে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোতে নিয়োজিত শ্রমিকদের ব্যয়ভারও বৃদ্ধি পেয়েছে।