গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও সাত হাজার ৭৩১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ২৩৭ জন।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্বে ১০ হাজার ৮৫৪ জনের মৃত্যু এবং ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছিলেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।
বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৫৭ হাজার ৮৬১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৪০৩ জন।
ওমিক্রনের কারণে ইউরোপ জুড়ে করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও ওই অঞ্চলের একাধিক দেশে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। রাশিয়ায় আক্রান্ত দুই লাখ তিন হাজার ৭৬৬ জন এবং মৃত্যু ৭২৯ জন, ব্রাজিলে আক্রান্ত এক লাখ ৩৪ হাজার ২২৮ জন এবং মৃত্যু ৮৯২ জন।
এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৫৯ হাজার ৫৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত এক লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মৃত্যু ১৬১ জন, জাপানে আক্রান্ত ৯৮ হাজার ১৭৩ জন এবং মৃত্যু ১৪২ জন, তুরস্কে আক্রান্ত ৮৬ হাজার ১৯৩ জন এবং মৃত্যু ২৭২ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৭০ হাজার ৩৫১ জন এবং মৃত্যু ১২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।