প্রকল্পের বরাদ্দ কমানো নয়, প্রকল্পের সার্বিক উন্নতির জন্য বরাদ্দ বাড়াতে হবে, 3, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে,4, ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ অনুযায়ী মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন ,বর্তমানে মাসিক 21 হাজার টাকা দিতে হবে, 5, বছরে দশ মাস 12 মাসের মাসিক বেতন প্রদান করতে হবে, 6 , মিড ডে মিল কর্মীদের পিএফ, বোনাস পেনশন দিতে হবে,7, শারীরিক অসুস্থতা বা পারিবারিক কাজের জন্য সবেতন ছুটি দিতে হবে, বছরে 24 দিন, 8 , মিড ডে মিল কর্মীদের অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, 9 , প্রতি 25 জন ছাত্রছাত্রীর রান্নার জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে, 10 , সবেতন মাতৃকালীন ছুটি দিতে হবে, 11 , কোন অজুহাতে দুয়ারে মদ, ই রিটেল চালু করা চলবে না, 12, ছাত্র-ছাত্রীদের সুষম খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে ,মিড ডে মিল কর্মীদের জন্য খাদ্য বরাদ্দ করতে হবে, গ্রীষ্মকালীন ও পুজোর ছুটিতে ছাত্র-ছাত্রী শুকনো খাবার সরবরাহ করতে হবে, .. 12 দফা দাবি নিয়ে তারা রাজ্যপালকে ডেপুটেশন দেন এবং বলেন যে পহেলা ফেব্রুয়ারি বাজেটে জিমেইলের বরাদ্দ কমানো হয়েছে, কিন্তু ছাত্র সংখ্যা বেড়ে চলেছে, সরকার যদি আমাদের দিকে নজর না দেন এবং মিড ডে মিলের যেসকল দাবিসমূহ আমরা রাখলাম সেগুলো যদি সম্পূর্ণ না হয় ,তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন 22 শে মার্চ । সারা পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মীরা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন করবেন। রিপোর্টার শম্পা দাস ও সমরেশ দাস