যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে বলে জানায় বিবিসি।
প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার (৮ মার্চ) একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।
এদিকে, বৃটিশরা ইতোমধ্যেই তেলের বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব টের পাচ্ছেন।
রোববার (৬ মার্চ) রয়্যাল অটোমোবাইল ক্লাব (আরএসি) জানায়, যুক্তরাজ্যে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১ পাউন্ড ৫০ পেনি বেড়েছে।
এই যুদ্ধের কারণে গ্যাসের দামও বেড়েছে এবং যুক্তরাজ্যে বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল তিন হাজার পাউন্ড পর্যন্ত হয়ে যেতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।