আন্তর্জাতিক ডেক্সঃ মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিকে আটক করেছেন দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা। অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়। শনিবার (৫ আগস্ট) ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে তাদের আটকের খবর জানানো হয়। শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের আরও ১৭৩ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, ৬০ জনের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় বৈধ নথিপত্র না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ অতিবাহিত হওয়ার পরও অবস্থান করার অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ২৫২ জন, মিয়ানমারের ১০৮, ফিলিপাইনের ২, ইন্দোনেশিয়ার ৩০, কম্বোডিয়ার ৬, নেপালের ২০ এবং পাকিস্তানের ৭ জন নাগরিক রয়েছেন। তাদের প্রত্যেকের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।