নিজেই নিজেকে বিয়ে করে কিছুদিন আগে সংবাদ শিরোনামে এসেছিলেন ভারতের গুজরাট রাজ্যের তরুণী ক্ষমা বিন্দু। এবার একই রাস্তায় হাঁটলেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী কনিষ্কা সোনি। সিঁদুর ও মঙ্গলসূত্র পরিহিত ছবি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন সে কথা।
মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করে কনিষ্কা জানিয়েছেন, আমি নিজেকে নিজে বিয়ে করেছি। নিজেই নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেছি। জীবনের সব প্রশ্নের উত্তর পেয়েছি।
তিনি আরও জানান, একমাত্র নিজেকেই ভালবাসেন তিনি। এতটাই যে, তার কোনো পুরুষের প্রয়োজন নেই। নিজের গিটার নিয়েই সুখী থাকতে পারেন তিনি। এ সময় নিজেকে দেবী হিসেবেও উল্লখ করেন এ অভিনেত্রী। এর আগে `পবিত্র রিশতা’ এবং ‘দিয়া অর বাতি হাম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান কনিষ্কা। টেলিভিশনের পাশপাশি নেট দুনিয়াতেও তার লাখ লাখ ভক্ত রয়েছে।
এদিকে নিজেকে বিয়ে করার কথা নেটমাধ্যমে প্রকাশ করার পরেই উপহাস ও আক্রমণের মুখে পড়েন তিনি। শুধুমাত্র আলোচনায় আসার জন্যই তিনি এমন কাজ করেছেন বলে অভিযোগ অনেক ভক্তের। অনেকে আবার তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
তবে সকল সমালোচনার জবাব দিয়ে তিনি জানান, ভারতীয় সংস্কৃতিকে তিনি সম্মান করেন। তার মতে, বিয়ে কেবল যৌনতা নয়। বিয়ে ভালবাসা, সততা এবং বিশ্বাসের মাপকাঠিও। নিজের বাইরে অন্য কারও মধ্যে এসব খুঁজে পাওয়া কঠিন। সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।