শিশু শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য রৌপ্য পদক ২০২২ পেয়েছেন আবেদ আহমেদ।
10, October, 2022, 12:19:16:AM
নিজস্ব প্রতিবেদক- শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ কে শিশু শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য রৌপ্য পদক ২০২২ প্রদান করেন পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ। ঢাকায় অনুষ্ঠিত হলো পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ,ভারত,অস্ট্রিয়া, কানাডা থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিক এবং সংস্কৃতিমনা গুণীজনরা, ৭ ই অক্টোবর রোজ শুক্রবার বিকেল ৩ টা থেকে সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি সাহিত্যিকদের মিলন মেলায় রুপান্তরিত হয়, উক্ত কবি সম্মেলন আয়োজন করেন পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ। পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয় এতে ভারত থেকে আগত বিভাস দাস এর সঞ্চচালনায়, কবি ও সংগঠক মোঃ আলমগির জুয়েল এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন বাংলা একাডেমী র পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব্য ,উদ্ধোধন করেন জাহাঙ্গীর আলম রুস্তম পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বব্যাংক কনসালটেন্ট , প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি নজরুল বাঙালি কবি,গীতিকার ও সংগঠক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক হেলাল কবি ও গবেষক, ডক্টর আলহাজ্ব শরিফ শাকী,নীহার রঞ্জন দেবনাথ আসাম ভারত সভাপতি বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদ। কবিতা ছড়া ও সাহিত্যের আলোচনায় মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমসাআ আমিন মেজর জেনারেল ও রাষ্ট্রদূত অবঃ, প্রধান আলোচক প্রকৃতিজ শামিমরুমী টিটন কবি, গবেষক ও সংগীতজ্ঞ, মূখ্য আলোচক মাহমুদুল হাসান নিজামী কবি ও সম্পাদক দৈনিক দেশজগত,শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের গুণীজন কে স্বর্ণ পদক ও রৌপ্য পদক প্রদান করা হয়। উল্ল্যেখ মোঃ আবেদ আহমেদ এর পূর্বে ভারত থেকে শরৎচন্দ্র সাহিত্য সম্মান ২০২২ ও কবি কাজী নজরুল স্মৃতি সম্মান ২০২২ এ ভূষিত হন, জন্মভূমি শ্রীমঙ্গল সহ দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি যা স্থানীয় ভাবে বেশ প্রশংসিত হয়। জানা যায় মোঃ আবেদ আহমেদ সমাজের উন্নয়নমূলক কাজে ২০০৫ থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছেন এবং সাংবাদিকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেছেন ২০০৯ থেকে এবং যুব সমাজ কে সমাজের ভালো কাজে উদ্ভোদ্ধ করে চলছে নিরলস ভাবে। ২০১০ সালে নিজে প্রতিষ্ঠা করেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন শ্রীমঙ্গল উপজেলা কমিটি যার সামাজিক কার্যক্রমে প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন হাজারো মানুষের আর কাজের স্কৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা ও এ্যাওয়ার্ড এই প্রথম রৌপ্য পদক পেয়েছেন তিনি ।